গণতন্ত্র উদ্ধারই চলমান আন্দোলনের লক্ষ্য : নোমান

ঢাকা প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চলমান আন্দোলনের লক্ষ্য হলো এই সরকারের পতন ঘটানো এবং গণতন্ত্র উদ্ধার করা।
মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) এক মানববন্ধনে তি‌নি এসব কথা ব‌লেন। ‘দৈনিক দিনকাল’ পত্রিকার প্রকাশ বন্ধের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপি লড়াই করছে এটা ঠিক। কিন্তু এটা সরকার পতনের আন্দোলন। সবাই মিলে এ আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘৭ মার্চে শেখ মুজিবুর রহমানের বক্তব্য রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু জিয়াউর রহমান যদি স্বাধীনতর ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ নামে রাষ্ট্র সহজে পেতাম না। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ হিসেবে পেতাম।’
তিনি উল্লেখ করেন, ‘তারেক রহমান গণতন্ত্রের লড়াই শুরু করেছেন। তাতে জনগণকে সম্পৃক্ত করবো। আমরা এই লড়াইয়ে অবশ্যই জিতবো। চলমান রাজনৈতিক আন্দোলন সামনের দিকে এগিয়ে নেবো। এই সরকারের পতন ঘটাবো এবং সব রাজবন্দিকে মুক্ত করবো।’
মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার বলে বিএনপি নির্বাচনে যেতে ভয় পায়। বিএনপি বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। আমরা নির্বাচনে যেতে ভয় পাই না। আমরা সামনের নির্বাচনে আসবো কিন্তু নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, তত্ত্বাবধায় সরকারের অধীনে হবে। সেখানে আপনারা (আওয়ামী লীগ) অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছে।’
তিনি বলেন, ‘তারেক রহমানের দেশে আসা বন্ধ করতে এমন কোনও কাজ নেই যা সরকার করছে না। অথচ জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন।’
সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপ‌তি‌ত্বে মানববন্ধনে আরও ছিলেন– বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জামাল হোসেন জামাল প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.