গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে জীবন দিয়ে হলেও প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করতে হবে : জেলা প্রশাসক
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সেবাস্টিন রেমা বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে স্ব-স্ব অবস্থান থেকে নিরপেক্ষ ভাবে সকলকে দায়িত্ব পালন করতে হবে। গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে জীবন দিয়ে হলেও একজন প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আমরাই পারবো দেশ-জাতি ও রাষ্ট্রকে সুষ্ঠু-সুন্দর অবাধ-নিরক্ষেপ ও সার্বজনিন গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে।
জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনে বিভিন্ন পর্যায়ে ডেপুটেশনে দায়ীত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট প্রশিক্ষনার্থী কর্মকর্তাদের অংশগ্রহনে পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ভবনে একইদিনে দু’দফায় অনু্ষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া,জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবাউল হোসেন,সহকারী কমিশনার (ভূমি)মো.আরিফ হোসেন,থানা অফিসার ইনচার্জ হিপজুল আলম মুন্সী,উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম এবং এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার প্রমূখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়,গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্লাপুর) সংসদীয় নির্বাচনি আসনে পলাশবাড়ী উপজেলায় ভোট কেন্দ্র মোট ৬৪ টি।
এসব কেন্দ্রের বিপরিতে ৬৯ জন প্রিজাইডিং ৩৮৪ জন সহকারি প্রিজাইডিং এবং ৭৬৯ জন পোলিং অফিসার নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৮ হাজার ১৪৮ জন।এরমধ্যে পুরুষ ৯১ হাজার ১৮০ এবং মহিলা ৯৭ হাজার ৬৮ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.