গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের ‘সুপার কমপিটিশন’

প্রেস বিজ্ঞপ্তি: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের নিয়ে কুইজ, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০) রাজশাহী নার্সিং কলেজের অডিটরিয়ামে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স ‘সুপার কমপিটিশন, অ্যাওয়ার্ড অ্যান্ড গিফটিং প্রোগ্রাম’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।
এ সময় উপস্থিত ছিলেন, নার্সিং কলেজটির প্রভাষক আকতারা বেগম, ঝর্না খানম, রওশন আরা, পারভিন আকতার সাথি, আয়েশা খাতুন হাসি, ফয়জার বানু ও নার্সিং ইন্সট্রাক্টর এলিজাবেথ বিশ্বাস প্রমুখ।
রাজশাহী নার্সিং কলেজের বিএসসি ও মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গণঅভ্যুত্থানের ওপর বক্তৃতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা হয়। এছাড়া গণঅভ্যুত্থান, ধর্ম, আন্তর্জাতিক ও স্বাস্থ্য টপিকের ওপর প্রশ্ন হয় কুইজের। প্রত্যেক ক্যাটাগরি থেকে ৩ জন করে বিজয়ী মোট ৯ জনকে পবিত্র কুরআনুল কারিম, বই, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ পুরস্কার দেয়া হয়।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন- বিএসসি প্রথম বর্ষের ইসরাত জাহান (কুইজ ১ম), বিএসসি ১৭তম ব্যাচের মেহেদি হাসান (কুইজ ২য়), বিএসসি ১৮তম ব্যাচের মিলি খাতুন (কুইজ ৩য়), বিএসসি ওল্ড ফার্স্ট ইয়ারের উম্মে হাবিবা বর্ষা (বক্তৃতা ১ম), বিএসসি প্রথম বর্ষের খাদিজা আক্তার কেয়া (বক্তৃতা ২য়), মিডওয়াইফারি প্রথম বর্ষের নুরজাহান আক্তার নুপুর (বক্তৃতা ৩য়) এবং বিএসসি প্রথম বর্ষের সাদিয়া আক্তার নদী (চিত্রাঙ্কন ১ম), বিএসসি দ্বিতীয় বর্ষের নিতু রানী রয় (চিত্রাঙ্কন ২য়) ও মিডওয়াইফারি প্রথম বর্ষের সাদিয়া আফরিন (চিত্রাঙ্কন ৩য় স্থান)।
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য প্রদানকালে, গণঅভ্যুত্থানে হাসপাতালের নার্স ও স্টুডেন্ট নার্সদের ইতিবাচক ভূমিকা নিয়েও আলোচনা করেন। এ সময় নার্সিং শিক্ষায় অসামান্য অবদান রাখায় অনুষ্ঠানে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের পক্ষ থেকে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ দিনের অনুষ্ঠানে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সাধারণ সম্পাদক আবু শুয়াইব আলম সিফাত, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, অর্থ সম্পাদক জুনায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক রুহুল আমিন আরাফাত, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সখিনা খাতুন ও সিনিয়র সদস্য খাদিজা খাতুনসহ নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক—মাসুদ পারভেজ, তথ্য ও প্রচার সম্পাদক, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.