খোয়াই নদীতে ভেসে এলো দুই কফিন !
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বয়ে আসা খোয়াই নদীতে ভেসে উঠেছে দুটি কফিন। তবে এগুলোর ভেতরে কিছু ছিল না বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার রেলওয়ে ব্রিজের কাছে কফিন দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
স্থানীয়রা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সকালে খোয়াই নদীতে দুটি কফিন দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রথমে দুই ব্যক্তি এগুলো তুলে আনলেও পরে পুলিশ এসে নদীতে ভাসিয়ে দেয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ধারণা করা হচ্ছে খালি কফিনগুলো ভারত থেকে ভেসে এসেছে। এগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে বর্তমানে স্থানীয়দের মধ্যে কোনো আতঙ্ক নেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.