খেলাধুলা শিক্ষার্থীদের ভাল প্রতিযোগিতার মনোভাব তৈরি করে – খুলনা সিটি মেয়র

খুলনা ব্যুরো: বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ (মঙ্গলবার) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি সিটি মেয়র বলেন, অন্যান্য খেলার পাশাপাশি হকি খেলাকে সামনে এগিয়ে নিতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের ভাল প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিচ্ছে সরকার।
আগামী প্রজন্মের শিক্ষার্থীরা দেশেকে ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে। তিনি বলেন, সরকার বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, হকি ফেডারেশনের সহসভাপতি মোঃ আব্দুর রশিদ শিকদার এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ।
স্বাগত জানান পুলিশ সুপার ও বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান এসএম শফিউল্লাহ।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, যুগ্ম সম্পাদক জিএম রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মেয়র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ক ও খ গুরুপ মিলে মাধ্যমিক পর্যায়ে খুলনা বিভাগের ১০টি বিদ্যালয় অংশ নেয়। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা এম এ বারি উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে খুলনা নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান অর্জন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.