খেরসনের দক্ষিণাঞ্চলে রাশিয়া-ইউক্রেন তুমুল লড়াই

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গণভোটের মাধ্যমে সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একিভূত করা ইউক্রেনের খেরসনের দক্ষিণাঞ্চলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তুমুল লড়াই চলছে।
গত ১ অক্টোরব থেকে ৬ অক্টোরব পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনী খেরসনের ২৯টি আবাসিক এলাকা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে।
ইউক্রনের কর্মকর্তরা শুক্রবার জানিয়েছেন, খেরসনের দক্ষিণাঞ্চলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন তুমুল লড়াই চলছে।
কিয়েভের দাবি, ১ অক্টোবর থেকে খেরসনের ৪০০ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন।
দুই দেশের মধ্যে এখন সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র খেরসনের দক্ষিণাঞ্চল। উভয় দেশের সেনাবাহিনী এখানে পরস্পরকে লক্ষ্য করে গুলি, কামানের গোলা ও রকেট ছুড়ছে।
সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাচ্ছে। কামানের গোলা আর রকেট হামলায় ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। (সূত্র: আনাদোলু)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.