খুলে দেওয়া হলো বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চেক রিপাবলিকে তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজটি খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিজটির নাম দেওয়া হয়েছে ‘স্কাই ব্রিজ ৭২১’। ব্রিজটির দৈর্ঘ্য হলো ৭২১ মিটার। আর এ কারণে এটির নামে পাশে যোগ করা হয়েছে ৭২১ সংখ্যাটি।
ব্রিজটি তৈরি করতে সময় লেগেছে ২ বছর। শুক্রবার এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
ব্রিজটি থেকে জেসেন্সকি পাহাড় ও মেঘের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা যাবে। তবে অভিজ্ঞতা হতে পারে ভয়ানক।
ব্রিজটি দুটি পাহাড়ের মাঝে তৈরি করা হয়েছে। এটি মাটি থেকে ৯৫ মিটার বা ৩১২ ফুট উঁচুতে।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ তৈরি করেছিল নেপাল। তাদের ব্রিজটির নাম গান্দাকি গোল্ডেন ব্রিজ। এটির দৈর্ঘ্য ৫৬৭ মিটার।
চেক রিপাবলিক যে ব্রিজটি তৈরি করেছে সেটি নেপালের ঝুলন্ত ব্রিজটি থেকে ১৫৪ মিটার বড়।
এদিকে চেক রিপাবলিকের ঝুলন্ত ব্রিজটি নারী, শিশু ও বৃদ্ধ সবাই উপভোগ করতে পারবেন। কিন্তু যারা হুইল চেয়ার ব্যবহার করেন তারা সেখানে যেতে পারবেন না।
ব্রিজটি তৈরি করতে চেক রিপাবলিক খরচ করেছে ৮.৪ মিলিয়ন ইউরো। (সূত্র: এনডিটিভি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.