খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ

খুলনা ব্যুরো: রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আলটিমেটামের শেষদিনে ১১ দফার এক দফা বাস্তবায়ন করল সরকার। মজুরী কমিশন বাস্তবায়ন, বদলী শ্রমিক স্থায়ীকরন, বকেয়া মজুরী প্রদানসহ ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের চলমান আন্দোলনের মুখেই বৃহস্পতিবার খুলনা-যশোর অঞ্চলের নয়টি পাটকলের বকেয়া পরিশোধ করা হয়।

নয়টি মিলে প্রায় ৩০ কোটি টাকা বকেয়া পরিশোধ করা হয় বলেও সংশ্লিষ্ট সূত্রটি জানায়। বাংলাদেশ পাটকল কর্পোরেশন-বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী মো: মুরাদ হোসেন বলেন, বৃহস্পতিবার প্লাটিনামে ছয় সপ্তাহের, ক্রিসেন্টে ছয় সপ্তাহের, স্টারে পাঁচ সপ্তাহের, খালিশপুর জুট মিলে তিন সপ্তাহের, দৌলতপুর জুট মিলে এক সপ্তাহের, ইষ্টার্ণে পাঁচ সপ্তাহের, আলিমে দু’সপ্তাহের, কার্পেটিংয়ে চার সপ্তাহের এবং জেজেআইতে চার সপ্তাহের মজুরী দেয়া হয়েছে।

তবে ব্যাংকিং জটিলতার কারনে জেজেআই ও কার্পেটিংয়ে যথাক্রমে ১২সপ্তাহের মধ্যে চার সপ্তাহের ও আট সপ্তাহের মধ্যে চার সপ্তাহের মজুরী দেয়া হলেও আগামী রোববার বাকী টাকা পরিশোধ করা হবে। তবে সব মিলিয়ে কত টাকা পরিশোধ করা হয়েছে সেটি এখনও নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

রোববার নাগাদ টাকার পরিমান বলা যাবে বলেও তিনি উল্লেখ করেন।বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের কার্যকরী সভাপতি মো: সোহরাব হোসেন বলেন, ১১ দফা দাবিতে পরিষদের আলটিমেটাম কর্মসূচী চলছিল। সর্বশেষ গত ২৯ এপ্রিল রাজপথ-রেলপথ অবরোধ শেষে আলটিমেটাম দিয়ে বলা হয়েছিল ৩ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৪ মে শুক্রবার বিকেলে জনসভার মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

কিন্তু যেহেতু মূল দাবি বকেয়া বাস্তবায়ন হয়েছে সেহেতু শুক্রবারের জনসভার কর্মসূচীও স্থগিত ঘোষণা করা হয়েছে। পক্ষান্তরে আগামী রোববার সকালে প্রতিটি মিলে গেট মিটিং করে দাবি আদায়ের এসব বিষয়ে শ্রমিকদের অবহিত করা হবে।

অপর একটি সূত্র জানায়, শ্রমিকদের মজুরী প্রদান করা হলেও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া মাসিক বেতন এখনও দেয়া হয়নি। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া মাসিক বেতনও পরিশোধ করা হতে পারে।
বিজেএমসির একটি সূত্র জানায়, সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে সরকার সর্বমোট একশ’ কোটি টাকা পরিশোধ করেছে।

এর মধ্যে খুলনা-যশোর অঞ্চলের ৯টি পাটকলে বকেয়া পরিশোধের পরিমান আনুমানিক ৩০ কোটি টাকা হতে পারে।
অপরদিকে, অবসরপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইতোমধ্যে আত্মাহুতি কর্মসূচী দেয়া হলেও তাদের বকেয়া এখনও পরিশোধ হয়নি বলে জানিয়েছেন দাবি আদায় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.