খুলনা-মোংলা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত-১, আহত ৩৫

খুলনা ব্যুরো: বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২২ মার্চ) রাত ৮টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার বেলায় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম জাভেদ(৩৫) এবং তিনি ট্রাক চালক।খুলনার কিওর হোম ক্লিনিকে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, খুলনা-মোংলা মহাসড়কে আকস্মিক ঝড়ে একটি বিশাল আকৃতির গাছের বড় ডাল ভেঙে পড়েছিল।

এ সময় খুলনার রুপসা থেকে ছেড়ে যাওয়া মোংলাগামী যাত্রীবাহী বাসটি পড়ে থাকা ডালটিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাসের ছাদের উপরের অংশ উড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালক মো. রফিক ও ট্রাকের চালকসহ ৩৫ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে পুলিশ।

তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আকলিমার(১৪) অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অপরদিকে খুলনার ময়লাপোতা কিওর হোম ক্লিনিকে ডাক্তারের অবহেলায় ৪ ঘন্টা চিকিৎসা বিহিন থাকার পর ট্রাক চালক জাভেদের মৃত্যু ঘটেছে দাবি করেছেন নিহতের আত্নীয়-স্বজন। এজন্য তারা ক্লিনিক ভাংচুর করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.