খুলনা মেট্রোপলিটন পুলিশের ত্রাণ সামগ্রী বিতরণ

খুলনা ব্যুরো: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে ২৪১ জন দরিদ্রদের মাঝে আজ রবিবার (০৮ আগস্ট) বয়রাস্থ পুলিশ লাইন্সে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সহায়তা কার্যক্রমে ২৪১ জন দরিদ্রদের প্রত্যেককে (নগদ ২০০ টাকা, ৭ কেজি চাল, এক কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, সর্বমোট ১১ কেজি পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

তিনি ত্রাণ বিতরণকালে বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার ও লকডাউনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও অসহায় মানুষ যারা খাদ্যের অভাবে কষ্ট করছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।

”ত্রাণ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোঃ শাহ্ জাহান শেখ, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) খন্দকার লাবনী-সহ সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.