খুলনা বিভাগে করোনায় ৩০ জনের মৃত্যু, খুলনায় মৃত্যু ৭

খুলনা ব্যুরো: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্তের সংখ্যা। গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৬১ জনের।এর আগে বৃহস্পতিবার বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আজ শুক্রবার (২৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ও যশোরে ৫ জন করে; মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ৩ জন করে; মাগুরায় ২ জন ও ঝিনাইদহে একজন মারা গেছেন।
খুলনা বিভাগে  করোনা সংক্রমণের শুরু থেকে আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৫৩৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ১১৫ জন।
এদিকে খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দুজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালের দুজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার বিটিসি নিউজকে জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- সাতক্ষীরার তালার মফিজুর রহমান (৫২) ও গোপালগঞ্জ কোটালিপাড়ার আব্দুল মজিদ (৮০)।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। যার মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ বিটিসি নিউজকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর বয়রা কলেজ রোডের মোঃ ফজলুর রহমান (৭৯) নামে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন একজন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নগরীর টুটপাড়ার আব্দুস সাত্তার (৭২) নামে একজন রোগীর মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন, তার মধ্যে ২২ জন পুরুষ ও ১৬ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার গোলাম মোস্তফা (৯০) নামে একজন রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটে ৫৮জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৮জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৬ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট পাগলা শ্যামনগর এলাকার সোনিয়া (৩৫) ও কচুয়া এলাকার সুকান্ত দাস (৬৫)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৬৫ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.