খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা

খুলনা ব্যুরো: খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায়  মৃত্যু হয়েছে ২৬ জনের। শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৩ জনের।সর্বোচ্চ ৭ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। এর আগে রবিবার (০১ আগস্ট) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ সোমবার (০২ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর  সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোর ও মেহেরপুরে ৩ জন করে; মাগুরা ও ঝিনাইদহে ২ জন করে; বাগেরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৫ হাজার ১৮৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৯৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ১৩৪ জনের। মারা গেছেন ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৬১ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১৪১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪২৫ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭৭৬ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫১৯ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৯৮১ জন। মোট মারা গেছেন ৩৫৪ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৫৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৮৯ জনের। মোট মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২১ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৪ জনের। মোট মারা গেছেন ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৪৮ জন। মোট মারা গেছেন ২০৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৯৫ জনের। মোট মারা গেছেন ৫৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৩০৬ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১০৩ জন। মোট মারা গেছেন ১৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ১০৬ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৭০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২০৩ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.