খুলনা বিভাগের পাসপোর্ট ছাপা হবে যশোরে

খুলনা ব্যুরো: খুলনা বিভাগের ১০ জেলার  ই-পাসপোর্ট ছাপা শুরু হয়েছে যশোরের পাসপোর্ট অফিসে। আজ রবিবার (০৩ অক্টোবর) দুপুর ১২টায় যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিভাগীয় এ কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী।

খুলনা বিভাগের দশ জেলার পাসপোর্ট এখন থেকে যশোর অফিসেই ছাপা হবে। এ সংক্রান্ত নথিপত্র আর ঢাকায় পাঠাতে হবে না। এরই মাধ্যমে যশোর উন্নয়নের মহাসড়কে আরো এক ধাপ এগিয়ে গেলো।

উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, চার হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে দশ বছর মেয়াদি বিভাগীয় এ প্রকল্প জনগুরুত্ব বিবেচনায় যশোরে স্থাপন করা হয়েছে। যেহেতু এখানে আইটি পার্কে ডাটা সেন্টার রয়েছে, সেহেতু ডিজাস্টারে এটি ব্যাকাপ হিসেবে কাজ করবে ও তথ্য আদান প্রদানে সহজ হবে।

তিনি বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ঢাকার বাইরে এটিই প্রথম প্রকল্প, যা যশোরে স্থাপন করা হয়েছে। এ প্রকল্প থেকে খুলনা বিভাগের দশ জেলার মানুষ উপকৃত হবে। তাদের পাসপোর্ট সংক্রান্ত সকল জটিলতার অবসান ঘটলো। এ অঞ্চলের মানুষ দ্রুততম সময়ে তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান।
বক্তব্য রাখেন প্রকল্পের টেকনিক্যাল প্রজেক্ট ডিরেক্টর পীর আলেকজান্ডার কোমারেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য দেন উপ প্রকল্প পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল সৈয়দ নাজমুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী নতুন মেশিনে ছাপা পাঁচটি নতুন ই পাসপোর্ট পাঁচজনের হাতে তুলে দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.