খুলনা পর বরিশালে বিভাগে বশেমুরবিপ্রবি বাস সার্ভিস চালু

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ  গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস পার্শবর্তী দুই বিভাগীয় শহরে চালু হয়েছে।  আজ বৃহস্পতিবার ( ১লা আগস্ট) বশেমুরবিপ্রবি টু বরিশাল বাস সার্ভিস চালু হয়।
ঈদকে ঘিরে খুলনার পরে বিভাগীয় শহর বরিশালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ,শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের সুবিধা বিবেচনা করে যুগান্তকারী এ পদক্ষেপ বাস্তবায়ন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
এর আগের খুলনা বিভাগের শিক্ষার্থীদের জন্য বশেমুরবিপ্রবি শেখ রাসেল নামে একটি বাস সার্ভিস চালু হয়।
উক্ত বিশ্ববিদ্যালয়ের “বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠন “এর পক্ষ থেকে শিক্ষক মো: আবু সালেহ ও সংগঠনের সভাপতি মোঃ আসলাম হোসেন সহ সিফাত শাহরিয়ার ,আসিফ মাহমুদ, কাওসার আহমেদ ও অন্যান্যদের  অক্লান্ত পরিশ্রমে এ অর্জনে তাঁরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি প্রতিনিধি শাফিউল কায়েস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.