খুলনা-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ৩২

খুলনা ব্যুরো: খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাটের কানার পুকুর এলাকায় বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সেপ্রেসের সাথে খুলনাগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে।

নিহতদের মধ্যে ট্রাক (শাতক্ষীরা শ-১১-০০৫৬) ড্রাইভার কামরুল(৩২), শাতক্ষীরা সদর উপজেলা কামার নগর মধ্যপাড়া গ্রামের মৃত: আবুল খায়েরের পুত্র ও বাসের যাত্রী মোল্লাহাট উপজেলা ভৈরব নগর গ্রামের পরেশ পোদ্দারের পুত্র বিপিন পোদ্দার (৫১) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেসের (ময়মনসিংহ ব-১১-০০২৪) এর থাকা ২৫ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলে নিহত হন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ১৮ উর্দ্ধ আরও এক যুবক নিহত হয়েছেন। পুলিশ তাদের নাম পরিচয় জানাতে পারেনি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে তৎক্ষনিক ছুটে যান এ,এস,পি, শাহাদাত হোসেন, মিজানুর রহামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহানাজ পারভিন, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ হাসান, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মলয় রায়, খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ রেজাউল কারিম, উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.