খুলনায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার
খুলনা ব্যুরো: নগরীর সদর থানাধীন পাওয়ার হাউজ মোড় এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ ১জনকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শহীদুল ইসলাম (৬৫) সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের মোঃ রজব আলী গাজীর ছেলে।
খুলনা সদর থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, পাওয়ার হাউজ মোড়ে নিয়মিত টহল দানকালে পুলিশের সন্দেহ হলে শহীদুল ইসলামের কাছে থাকা ব্যাগ তল্লাশী চালায় পুলিশ। এক পর্যায়ে ব্যাগ থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং শহীদুলকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.