খুলনায় ৭৭ টি বন্য প্রানী কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১ 

খুলনা ব্যুরো: খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রাম হতে ৭৭ টি বন্য প্রানী কচ্ছপসহ ১জন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
র‌্যাব-৬ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে মেজর মোঃ আনিস-উজ-জামান এবং এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৬ একটি  দল খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রামস্থ্য শ্রী রমেশ মিস্ত্রি এর বাড়িতে অভিযান চালায়।
এসময় সেখান থেকে  শ্রী রমেশ মিস্ত্র (৩৪) কে ৪ টি চটের বস্তায় রাখা ৭৭ (সাতাত্তর)টি বন্য প্রানী কচ্ছপসহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায় যে, সে কুমিল্লা চাঁদপুর, ঢাকা বিক্রমপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে গোপনে অবৈধ বন্য প্রাণী কচ্ছপ ক্রয় করিয়া তার নিজ এলাকায় ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। সে এলাকায় বন্য প্রাণী জীবিত কচ্ছপ পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
আসামীর বিরুদ্ধে খুলনা জেলার ডুমুরিয়া থানায় ১৯২৭ সনের বন আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.