খুলনায় ৪ দিন পর রুপসা নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনার রূপসা নদী থেকে জেলখানা ঘাট হতে পড়ে যাওয়া মোঃ হান্নান (৫৫) মাঝির মৃতদেহ ৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মোঃ হান্নান কয়রা উপজেলার এফরান সানার ছেলে।
আজ সোমবার (১৫ জুন) সকাল  ৯টার দিকে সিংহেরচর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইচগাতি ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, গত ১০ জুন জেলখানা ঘাট হতে পড়ে যায় মোঃ হান্নান মাঝি। তার মৃত দেহ মহানগরীর ২ নং কাস্টম ঘাট এলাকায় রকি ডকইয়ার্ডে সামনে ভাসতে দেখে কয়েকজন মাঝি। তারা মাঝির পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ও মাঝিদের সহায়তায় হান্নানের মরদেহ সিংহেরচর ঘাটে নিয়ে বেঁধে রাখে। পরে নৌ পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন সকাল ১০টায় কয়রা উপজেলার এফরান সানার ছেলে মাঝি হান্নান সানা সেনের বাজার ঘাটে ট্রলারে ধাক্কা খেয়ে নদীতে পরে যায়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবরী দল চেষ্টা করেও নিখোঁজ মাঝির সন্ধান পাইনি। হান্নান সানা দীর্ঘদিন ধরে রূপসা উপজেলার সিংহের চর সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী জুলুর বাড়িতে ভাড়া থাকতো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.