খুলনায় ৩৯ লক্ষ জাল টাকাসহ আটক ১

খুলনা ব্যুরো: খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে ৩৯ লক্ষ জাল টাকাসহ এস এম মামুন (৪৩) নামক এক ব্যাক্তি আটক করেছে  পুলিশ । এ নিয়ে গত কয়েকদিনে জাল টাকার কারবারিতে সংশ্লিষ্ট থাকার অভিযোগেে ৪ জনকে আটক করে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান,আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) মহানগরীর দুপুরে জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয় মামুন। এসময় তার নিকট থেকে ৩৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।  মামুন বাগেরহাট জেলার পাইকপাড়ার এস এম মতলেবের ছেলে।
এর আগে গত বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রা‌তে মহানগরীর খা‌লিশপুর থানা এলাকা‌ থে‌কে জাল টাকা তৈরীর সরঞ্জামসহ দুজন‌কে আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থে‌কে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরী করার ডিজিটাল প্লেট, ছয়টি বোতলে (রিফিল) কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হ‌য়।
এছাড়া গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) খুলনার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ খানা ৫ শ টাকার জাল নোটসহ ইসহাক আলী (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.