খুলনায় ২৫ তথ্য কর্মকর্তা নিয়ে উল্টে গেল গ্রীন লাইনের বাস

খুলনা ব্যুরো:  খুলনায় তথ্যমন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের প্রশিক্ষকসহ ২৫ জন কর্মকর্তা নিয়ে গ্রীন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-০৬৮০ ) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে খুলনাগামী বাসটি খুলনার খানজাহান আলী (র.) (রূপসা সেতু) সেতুর পশ্চিম দিকের একটি ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়ির আঘাতে ডিভাইডার ৩০০ গজ দূরে সরে যায়।

দূর্ঘটনা কবলিত বাসে এক যাত্রী বিটিসি নিউজকে বলেন, তথ্যমন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের ১০ম গ্রেডের কর্মকর্তাদের ৯ সপ্তাহ বুনিয়াদি প্রশিক্ষণের অংশহিসেবে ৩ দিনের ভ্রমণ প্রশিক্ষনে খুলনায় আসছিলেন।

আজ ভোরে রূপসা সেতু পার হয়ে বাসের চালক দ্রুত গতিতে আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারের সাথে গাড়িটির ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। বড় ধরণের কোন হতাহতের ঘটনা না থাকলেও চার কর্মকর্তা কিছুটা আহত হয়েছেন।

এছাড়া বাসের হেলপারও আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ঘটনার সময় থেকে চালক পলাতক রয়েছেন। তিনি জানান, গণযোগাযোগ অধিদপ্তরের ১৪ জন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউশনের ৯ জন ও তথ্য অধিদপ্তরের ২ জনকে নিয়ে পরিবহনটি ঢাকা থেকে খুলনায় আসছিল।

রূপসা সেতুতে টোল আদায়কারী সিস্টেম প্রকৌশলী তৌফিক আহমেদ বিটিসি নিউজকে বলেন, সেতুর টোল আদায়কারীরা আমাকে জানিয়েছেন গ্রীন লাইন পরিবহনের বাসটির চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।

যে কারণে রূপসা সেতু পার হয়ে দ্রুতগামী বাসটি একটি ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়ির আঘাতে ডিভাইডার ৩০০ গজ দূরে সরে যায়। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.