খুলনায় হত্যা মামলার আসামী রিমান্ডে

 

খুলনা ব্যুরো: কলেজ ছাত্র আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার মোঃ বাবু শেখকে (৩০) অস্ত্র মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার খুলনার মহানগর হাকিম মোঃ আতিকুস সামাদ রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে গত ২৫জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মিকাইল হোসেন বাবু শেখকে আদালত হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করেন। বাবু নগরীর দৌলতপুর দেয়ানা পূর্ব পাড়া হাসপাতাল রোডের বাসিন্দা মোঃ আমির আলির ছেলে।
র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, ২৪জুন রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাবুকে গ্রেফতার করা হয়।

এসময় তার নিকট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪রাউন্ড গুলি ও ১৬পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় দৌলতপুর থানার বাবুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.