খুলনায় সেমিনারে কবি আল মুজাহিদী

 

খুলনা ব্যুরো : ইসলামী রেঁনেসার কবি ফররুখ আহমেদ এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সেমিনানে কবি আল মুজাহিদী বলেছেন, কবি ফররুখ আহমেদ অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। শত হাজার অভাব-অনটন, বিপদে-আপদে কখনো ভেঙে পড়েননি। কোনো মানুষের সাহায্য তিনি চাইতেন না। সর্বাবস্থায় ভরসা করতেন এবং আস্থা রাখতেন আল্লাহ তায়ালার উপর। ফররুখ আহমদ একজন বড় মাপের কবি ছিলেন। তিনি নিজস্ব কাব্যভাষা নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন। যা একজন কবির সবচেয়ে বড় কৃতিত্ব। তাঁর ভাবনা চিন্তার সবকিছুই ছিল তাঁর যুগের অন্যান্য লেখকদের থেকে আলাদা। সে জন্য তিনি নিজেকে বিশিষ্ট করে গড়ে তুলতে পেরেছিলেন। সেটি তিনি কবিতার চাহিদা মেনে নিয়েই করেছিলেন। সে কারণে তাঁর এই মানবচিন্তা কখনো শ্লোগানে পরিণত হয়নি।

শনিবার বিকেলে পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে অনুষ্ঠিত সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কবি ফররুখ আহমেদ জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ খুলনার উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাযহারুল হান্নান।

প্রফেসর মুহাম্মদ আশরাফের সভাপতিত্বে ও সাংবাদিক এইচএম আলাউদ্দিনের সঞ্চালনায় প্রবন্ধের উপর আলোচনা করেন খুলনা সাহিত্য পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী ও বিশিষ্ট কবি-সাহিত্যিক সৈয়দ আলী হাকিম। এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন অধ্যাপক নজিবর রহমান, এডভোকেট সৈয়দ এহতেশামুল হক জুয়েল, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, কবি আবুল হাসান জারজিস, কবি ও প্রাবন্ধিক সেখ মনিরুল ইসলাম, সাংবাদিক শেখ শামসুদ্দিন দোহা, কবি আব্দুল হান্নান, এসএম মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল কাফি, এস এ মুকুল, কবি স ম হাফিজুল ইসলাম, আতিক উল্লাহ সুজন প্রমুখ। অনুষ্ঠানে কবি ফররুখ আহমদের কবিতা আবৃতি করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের কবি, গণমানুষের কবি ফররুখ আহমদ। তাঁর কবিতায় বাংলাভাষা ও বাংলাদেশের মানুষের জীবনচিত্র অসাধারণভাবে ফুটে উঠেছে। তার কবিতায় তিনি তুলে এনেছেন বাংলার শেকড় ও সংস্কৃতি। কবি ফররুখ ছিলেন গণজাগরণের কবি। তিনি মানুষের মধ্যে চেতনাবোধ তৈরি করে গেছেন। স্বাধীনতা, সাম্য ও মুক্তির চেতনা। ফররুখ বেঁচে থাকলে অবশ্যই জাগরণের কথা বলতেন। ফররুখ আহমদের কাব্য চিন্তা ও মানবকল্যাণ চিন্তা এখনো প্রাসঙ্গিক। সে জন্য আমাদের ফররুখ চর্চা বৃদ্ধি করা জরুরী বলেও বক্তারা মন্তব্য করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.