খুলনায় সেনাবাহিনীর ত্রান বিতরণ 

খুলনা ব্যুরো: যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে খুলনায় দু’দিনব্যাপী ত্রাণ বিতরণ বুধবার শেষ হচ্ছে। খুলনা নগরীর দু’হাজার দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মদের নির্দেশক্রমে আজ মঙ্গলবার (০৩ আগস্ট) থেকে খুলনায় এ কর্মসূচি শুরু হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। দুঃস্থদের জন্য চাল, আটা, তেল, ডাল, লবণ ও আলু দেওয়া হচ্ছে। এ ত্রাণ সামগ্রী চার সদস্যের পরিবারে সাত দিন সংসার চলবে।
এছাড়া করোনা ভাইরাস রোধে অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার উদ্দেশ্যে সেনাবাহিনী গত ১ জুলাই থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত টহল দিচ্ছে। সেনাবাহিনী বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবাও দিচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.