খুলনায় সেইফ এন্ড সেইভে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ লক্ষ টাকা জরিমানা আদায়

খুলনা ব্যুরো: জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠানে যে সুস্বাদু কেক সরবরাহ করা হয় তা তৈরীর সময় তাতে যে তেলাপোকা থাকে তা ক’জনই বা জানে ? কিন্তু এটিই বাস্তবতা। শুধু তাই নয়, রান্নাঘরের দেয়ালে হাটতে দেখা যায় বিভিন্ন পোকামাকড়, রয়েছে বিড়ালের আনাগোনা এমন নানা অস্বাস্থ্যকর পরিবেশ।
এছাড়া সাতশ’ টাকার কেনা খেজুরের কেজি বিক্রি হয় ১১শ’ টাকার উপরে। রয়েছে নষ্ট আপেল ও কমলালেবুও। পোশাকও কেনা মূল্যের চেয়ে বিক্রি করা হয় দ্বিগুন। এমন নানা অনিয়মের চিত্র ফুটে উঠেছে সেইফ এন্ড সেইভ নিউমার্কেট শাখায়।
আজ শুক্রবার (২০ মার্চ) রাতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দেখা যায় এসব চিত্র। এসময় নিরাপদ খাদ্য আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মিজানুর রহমান এবং মো: রাশেদুল ইসলাম।
আজ শুক্রবার রাত নয়টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মিজানুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সেইফ এন্ড সেইভ এর নিউমার্কেট শাখায় অভিযানকালে দেখা যায়, পোশাকসহ বিভিন্ন পন্যের অধিক মূল্য নেয়া হয়। যা একদিকে যেমন ভোক্তা অধিকার আইন পরিপন্থী তেমনি নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সরবরাহের বিষয়টি নিরাপদ খাদ্য আইন পরিপন্থী।
তাছাড়া বিশ্ব ব্যাপী যখন করোনাভাইরাসে মানুষ আতংকগ্রস্থ এবং সারাদেশের প্রতিটি অফিস-আদালত, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে বাইরে থেকে প্রবেশের আগেই হাত ধোয়ার ব্যবস্থা করা হলেও সেইফ এন্ড সেইভের টয়লেটে প্রয়োজনীয় হ্যান্ড সেনিটাইজার পাওয়া যায়নি। এজন্য সেইফ এন্ড সেইভকে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এর ম্যানেজিং পরিচালক মো: আফসার আলীকে এক বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। তবে তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করায় কারাদন্ড ভোগ করতে হয়নি।
সেইফ এন্ড সেইভের ম্যানেজিং পরিচালক মো: আফসার আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তাদের প্রতিষ্ঠানের যেসব ত্রুটি ধরা পড়ে সেগুলো ভবিষ্যতে সমাধানে চেষ্টা করা হবে। পন্যের বিক্রয়মূল্যের ওপর লাভও কম করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, এর আগে দিনভর নগরীর ফুলবাড়িগেট থেকে খুলনা ট্রাক টার্মিনাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উক্ত দু’নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে অনুষ্ঠান করার কারণে দু’টি বিয়ের অনুষ্ঠান থেকে ১৫ হাজার এবং অধিক মূল্যে পণ্য বিক্রির কারণে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার অর্থাৎ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.