খুলনায় সর্বনিম্ন ৬০ ও সর্বোচ্চ ২ হাজার টাকা ফেৎরা আদায়ের আহবান

খুলনা ব্যুরো : সম্মিলিত ওলামায়ে কেরাম খুলনা এর এক সভা আলহাজ্ব মাওঃ ইব্রাহীম ফয়জুল্লাহর সভাপতিত্বে শনিবার রূপসা বায়তুশ শরফ মসজিদে অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র রমযানের গুরুত্ব এবং যাকাত ফেৎরা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত হয় যে, কোন ব্যাক্তির কাছে সর্বনিম্ন ১বছর সাড়ে ৫২ তোলা রৌপ্য যার বর্তমান বাজার মুল্য প্রায় ৫৫ হাজার টাকা হাতে থাকলে তিনি ছাহেবে নিসাব হিসেবে গণ্য হবেন এবং তার জন্য যাকাত ফরজ। অপরদিকে ছাদকায় ফেতর ওয়াজিব। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার ফেৎরা খুলনা জেলা ইমাম পরিষদ কর্তৃক ৬০ টাকা নির্ধারণ ঘোষণা সম্মিলিত ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। তবে ব্যাক্তির আয় ও জীবনযাপন এর তারতম্যে ছাদকায়ে ফেতর আদায় (খেজুর, কিসমিস) শশ্যের বর্তমান বাজার মূল্যে প্রায় দু’হাজার টাকা (ধনীদের জন্য) আদায়করার নসীহত করেন।
সভায় সম্মিলিত ওলামায়ে কেরাম এর উদ্যোগে এ বছর রমজানের শেষ দিকে একটি ইফতার মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত হয়। যেখানে খতমে কোরআনসহ শতাধিক আলেম, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাসহ ২ হাজার রোজাদারের ইফতার করবার
ব্যবস্থা হবে। সভায় উপস্থিত আলহাজ্ব মুফতী আব্দুর রাজ্জাক, মাওঃ ডি,এম নুরুল ইসলাম, মুফতী মাওঃ নোমানী, মাওঃ আঃ লতিফ, মাওঃ শাহাদাত হোসাইন, মাওঃ নুরুল ইসলাম নোমানী, হাফেজ মাওঃ আবু হুরায়রা, হাফেজ খন্দকার সালাহুদ্দিন প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.