খুলনায় “সরকারের খাদ্য বান্ধব চাল” উদ্ধার 

খুলনা ব্যুরো: খুলনার কয়রা উপজেলা থেকে ১০ টাকা দরের ১২০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুরশিদ ঢালী নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত  রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর এলাকার মুরশিদ ঢালীর বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়।

কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূর-ই-আলম সিদ্দিকী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে চার বস্তা সরকারের খাদ্য বান্ধব চাল উদ্ধার করা হয়েছে। ওই বাড়িতে আরও কয়েকটি খালি বস্তা পাওয়া গেছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ওই বাড়ির মালিক মুরশিদ ঢালী জানিয়েছেন ওই চাল তিনি ১০ টাকা কেজি দরে কেনা ব্যক্তিদের কাছ থেকে ২০ টাকা দরে কিনেছেন। অন্য কোনো প্রমাণ না পাওয়ায় তাঁকে দুযোগ ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই চার বস্তায় ১২০ কেজি চাল আছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.