খুলনায় সকাল থেকে বজ্রসহ বৃষ্টি, পানির নিচে বিভিন্ন সড়ক 

খুলনা ব্যরো: খুলনা শহরসহ জেলায় আজ বুধবার (২৭ মে) ভোর রাত থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে।ফলে নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। খুলনা আবহাওয়া অফিস সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টি  রেকর্ড করেছে।

বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় পানি জমে গেছে। নগরীর খানজাহান আলী রোড, শের এ বাংলা রোড, রূপসা স্ট্যান্ড রোড, মতিয়াখালী রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, বাবুখান রোড, মৌলভীপাড়া রোড, টিবি ক্রস রোড, আহসান আহমেদ রোড, হাজী মহসিন রোড, পিটিআই মোড়, কদমতলা রোড, রূপসা ব্রিজ রোড, ইসলামপাড়া রোড, লবণচরা বান্দা বাজার, দোলখোলা, মিস্ত্রীপাড়া, মিয়াপাড়া, বাগমারা, ইকবালনগর, রায়পাড়া, শামসুর রহমান রোড, শান্তিধাম মোড়, রয়েল মোড়, ইসলামপুর রোড, বাইতিপাড়া রোড, দেবেন বাবু রোড, শেখপাড়া রোড, বসুপাড়া, নিরালা, করিমনগর, বেনী বাবু রোড, ধর্মসভা রোড, জোড়াগেট, নেভীগেট, বিআইডিসি রোড, সোনাডাঙ্গা, ছোট মির্জাপুর, গোবরচাকা রোডসহ আরও অনেক জায়গা বৃষ্টিতে পানি জমে গেছে।

খুলনা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আকাশে বেশি মেঘ থাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। তবে এতে ঝড় বা জলোচ্ছ্বাসের আশংকা নেই।কয়েকঘণ্টা পর বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সকালে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০-৩৫ কিলোমিটার এবং দমকা থেকে ঝড়ো হাওয়া বইছিল। কিন্তু সেই গতিবেগ কমে ৮-১০ কিলোমিটারে নেমে এসেছে।

এদিকে, বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.