খুলনায় শিক্ষকের উপর হামলা মামলার আসামী গ্রেফতার
খুলনা ব্যুরো: নগরীর খালিশপুরে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক অমল কৃষ্ণ রায়ের ওপর হামলা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে খালিশপুরের হালদার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত আনন্দ কুমার পাল (২২) খালিশপুর হালদার পাড়ার দয়াল কুমার পালের ছেলে। আনন্দ রূপসা কলেজের ছাত্র। সোমবার খুলনার আদালতে আনন্দ শিক্ষকের ওপর হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে হালদার পাড়া নিজ বাড়ি থেকে আনন্দ কুমার পালকে গ্রেফতার করা হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.