খুলনায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন

খুলনা ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্ত প্রদানের মাধ্যমে এ রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নগর আ’লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আ’লীগ ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, নগর আ’লীগের সদস্য এসএম আকিল উদ্দিন, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, নগর কৃষকলীগের আহবায়ক একেএম শাহজাহান কচি, নগর যুবলীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ।
নগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ সদস্য রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাড. আলামিন উকিল, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, মাসুম উর রশিদ, ইলিয়াস হোসেন লাবু, অভিজিৎ পাল, মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা প্রমুখ।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহষ্পতিবার (০৫ আগস্ট) বেলা ১১টায় খুলনার শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত দোয়া ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগ নেতা মুন্সি মো: মাহবুব আলম সোহাগ, সদর থানা আ’লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, নগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রনজিত ঘোষ,  নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুবলীগ নেতা রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাড: আল আমীন উকিল, মো: আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, মোহাম্মদ আলী, অভিজিত চক্রবর্তী দেবু, কবির পাঠান, জুয়েল হাসান দিপু, মোস্তফা শিকদার, ইব্রাহিম মার্শাল প্রমূখ।
এ সময় পাঁচ শতাধিক অসহায় নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা, লবন ইত্যাদি। ত্রাণ বিতরণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নো মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: শাহেদ হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.