খুলনায় রেলের চাকায় যুবকের আত্মাহুতি

খুলনা ব্যুরো: খুলনা রেল স্টেশনে চলন্ত ট্রেনের চাকায় কেটে এক যুবক আত্মাহুতি দিয়েছেন। আজ শনিবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় রেল স্টেশনের এলাকার মানুষ হতভম্ব হয়ে পড়েন।

খুলনা রেলওয়ে থানার ওসি ওসমান গনি বিটিসি নিউজকে জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা স্টেশন থেকে রাজশাহী গামী সাগরদাড়ি ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনটি চলা শুরুর কিছু সময়ের মধ্যে এক যুবক ট্রেনের সামনে রেললাইনের ওপর শুয়ে পড়ে। এ পরিস্থিতিতে ট্রেন চালকেরও কিছু করার ছিলো না। ফলে ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং তার গলা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত যুবকের পরিচয় উদ্ধার করা যায়নি বলেও ওসি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.