খুলনায় মাদক মামলায় ১জনের ৭বছর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা : মাদক মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এক আসামীকে ৭বছর সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার খুলনার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ড প্রাপ্ত আসামী হলেন খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণ পাড়ার মোঃ হানিফ আকনের স্ত্রী সাবানা বেগম (৪৫)। রায় ঘোষণাকালে দন্ড প্রাপ্ত সাবানা বেগম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২১জুন সকাল সোয়া ১১টার দিকে খানজাহান আলী থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০০পিস ইয়াবাসহ সাবানা বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মোঃ সোহেল রানা বাদী হয়ে সাবানার বিরুদ্ধে খানজাহান আলি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২৬জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহম্মদ আদালতে সাবানার বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাডঃ বীরেন্দ্র নাথ সাহা ও এপিপি এ্যাডঃ মোঃ কামরুল হোসেন জোয়ার্দ্দার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.