খুলনায় বেসরকারি উদ্যোগে ডে-কেয়ার সেন্টারের যাত্রা

 

খুলনা ব্যুরো: কর্মজীবী মহিলাদের জন্য এই প্রথম খুলনায় বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে ডে-কেয়ার সেন্টারের কার্যক্রম। নগরীর সোনাডাঙ্গা থানা রোডে গতকাল শনিবার থেকে এ সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

গতকাল শনিবার বিকেলে কিডস গার্ডেন ডে-কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যা: সৈয়দা হোসেন আরা রুনু। সেন্টারের উদ্যোক্তা ও পরিচালক মো: শাকুর মাহমুদ(শোভন) ও রিনাত ফৌজিয়া জানান, উন্নতবিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকতে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে এ ডে-কেয়ার সেন্টারের যাত্রা শুরু হলো। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরীজীবী নারীদের সন্তানরা উন্নত জীবনের সুযোগ পাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.