খুলনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজনের কারাদন্ড

খুলনা ব্যুরো: বিশেষ ক্ষমতা আইনের মামলার এক আসামীকে ৩বছর সশ্রম কারাদন্ড, ২হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দন্ড-প্রাপ্ত আসামী হলেন খুলনা জেলার ফুলতলা থানার বেগুনবাড়িয়া গ্রামের গোলাম তরফদারের ছেলে সালাম তরফদার (৪৮)। রায় ঘোষণাকালে আসামী সালাম তরফদার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০জুন দুপুর আড়াইটার দিকে ফুলতলা থানাধীন বেগুনবাড়িয়া গ্রামের সালাম তরফদারের বাড়িতে অভিযান পরিচালনা করে ফুলতলা থানা পুলিশ। এসময় সালাম তরফদারের বাড়ি থেকে ভারত থেকে চোরাই পথে পাচার করে আনা রেজিস্ট্রেশনবিহীন একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের সংবাদ পেয়ে সালাম পালিয়ে যায়। এ ঘটনায় ফুলতলা থানার এসআই মোঃ ইয়াছিন আলম চৌধুরী বাদী হয়ে সালামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ খায়রুল বাশার আদালতে সালামকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এনামুল হক ও অ্যাডভোকেট শাকেরিন সুলতানা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.