খুলনায় পুত্রের ইটের আঘাতে পিতা নিহত, পুত্র আহত

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো:  খুলনা মহানগরীর খালিশপুর থানার রমজানের মোড় এলাকায় ছেলের ইটের আঘাতে বাবা ওবায়দুর রহমান (৬৫) নিহত হয়েছেন। এছাড়া বাবার ধারালো দায়ের আঘাতে ছেলে নাহিদ (১৪) আহত হয়েছে।

গতকাল বুধবার রাতে এই মারামারির ঘটনা ঘটে। আহত ওবায়দুর রহমান আজ বৃহস্পতিবার ভোরে বাড়িতে মারা যান। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি নর্থ সোনালী সেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান বুধবার রাতে ওবায়দুর রহমানের সাথে তার ছেলে নাহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওবায়দুর রহমান দা দিয়ে নাহিদকে কোপায়। নাহিদ ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে।

নাহিদের মাথায় সাতটি সেলাই লেগেছে। চিকিৎসা নিয়ে দুজনই বুধবার রাতে বাড়ি ফিরে যায়। ওবায়দুর রহমান আজ বৃহস্পতিবার ভোরে মারা যান ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.