খুলনায় পিকনিকের বাস উল্টে ১ স্কুলছাত্রী নিহত, আহত ৩০

খুলনা ব্যুরোআজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া নামক স্থানে পিকনিকের বাস উল্টে মেঘলা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত অষ্টম শ্রেণির ছাত্রী মেঘলা যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে থেকে কয়েককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুকনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক ওমর ফারুক বিটিসি নিউজকে জানান, বাসটিতে ৬০-৭০ জন শিক্ষার্থী ছিল। রাস্তায় সংস্কার কাজ চলায় গর্ত ছিল। সেই গর্তের কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.