খুলনায় নাশকতার মামলায় বিএনপি জামায়াতের ২৯নেতাকর্মী শ্যোন এরেস্ট

খুলনা ব্যুরো: নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৯ নেতাকর্মীকে শ্যোন এরস্টের নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল সোমবার খুলনার মহানগর হাকিম মোঃ আতিকুস সামাদ এ আদেশ দেন। চলতি বছরের ১নভেম্বর সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের শ্যোন এরেস্টের আবেদন করা হয়। গত ২ডিসেম্বর সোনাডাঙ্গা মডেল থানার এসআই উত্তম মিত্র এ আবেদন করেন।

শ্যোন এরস্টে হওয়া আসামিরা হলেন সোনাডাঙ্গা থানাধীন মৃত আব্দুল হামিদের ছেলে মহিউদ্দিন টারজান (৪৮), পশ্চিম বানিয়াখামারের মৃত শেখ আবু তালেবের ছেলে মোঃ আঃ রহমান (৫০), শরিফুল ইসলাম সাগর (৩২), মোঃ সাজ্জাত হোসেন জিতু (২৭), সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার মজিবুর রহমানের ছেলে মশিউর রহমান ওরফে রমজান (৩১), নবপল্লী মেহেদী ইসলামের বাড়ির ভাড়াটিয়া শেখ আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান (৫১), মৃত ইউনুস ব্যাপারীর ছেলে হাফেজ রেদোয়ান (২১), দারুল আমান মহল্লার খলিল শেখের বাড়ির ভাড়াটিয়া আকব্বার আলির ছেলে মো. আব্দুল জলিল (৪১), আল আকসা মসজিদ রোডের মৃত আঃ মান্নাফ খানের ছেলে খান কামরুল ইসলাম (৪৪), ছোট বয়রা শশ্মান ঘাট রোডের শেখ মোঃ নজরুল ইসলামের ছেলে শেখ মোঃ রেজওয়ান হোসেন (৩৫),

সবুজবাগ বাইপাস সড়কের আব্দুল খালেকের ছেলে রিয়াজুল কবির (৪০), শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোডের এসএম আনছার আলির ছেলে হাসানুজ্জামান লিটন (৪৬), বড় বয়রা আন্দিরঘাটের মৃত দেলোয়ার হোসেনের ছেলে বাবুল হোসেন (৪২), শেখ পাড়া ২নং ক্রস রোডের মৃত আবছার শেখের ছেলে ইকবাল হাসান বাশি (৪৪), বসুপাড়া বাঁশতলা কাশেমাবাদ লেনের বারেক গাজীর ছেলে ডালিম গাজী (২৫), সোনাডাঙ্গা মেইন রোডের আবু বক্কর খানের ছেলে মুসা হোসেন খান (৫২), করিমনগর নুর মোহাম্মাদ সড়কের মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে আ ফ ম শাকুরুল ইসলাম সুমন (৪১), সোহরাব হোসেন লেনের মৃত. শেখ সোহরাব হোসেনের ছেলে শেখ হেদায়েত হোসেন হেদু (৬১), হাজী ইসমাইল ২ং ক্রস রোডের ইয়াজ উদ্দিনের ছেলে সেলিম মোল্যা (৩৫), সোনাডাঙ্গা হাফিজ নগর এলাকার মৃত আইয়ুব আলি ছেলে হাবিব খান (৪২), বি কে রায় রোড ডালমিল মোড়ের মৃত শামসুদ্দিন মুন্সির ছেলে মাসুম (৩৬), বয়রা আজিজের মোড় জাকিরের বাড়ির ভাড়াটিয়া মৃত শেখ আহম্মেদের ছেলে শেখ আবুল হাসেন (৪৫),

দারুল আমান মহল্লার মৃত দলিল উদ্দিনের ছেলে শেখ মোসলেম আলি (৬৬), গোবরচাকা ন্যাশনাল স্কুলের পিছনে আঃ ছাত্তারের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল বারীর ছেলে রায়হান ফরহাদ (২০), সোনাডাঙ্গা আল ফারুক মোড়ের সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আব্দুল হকের ছেলে মিজানুর রহমান (৩৪), রায়েরমহল হামিদনগর এলাকার মৃত শেখ সেরজান আলি ছেলে শেখ ইসমাইল (৪৭), মৃত ইদ্রিস আলি সানার ছেলে মাহাবুব আলম (২১), শেখ পাড়া মেইন রোডের মৃত আবু বক্করের ছেলে আবুল ওয়ারা (৫৯), শেখপাড়া এলাকার ফজলুর রহমান ওরফে এনায়েত আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম সাব্বির(২৬)।

প্রসঙ্গত ২০১৭ সালের ১৫ অক্টোবর নগরীর সোনাডাঙ্গায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গত ২৮ নভেম্বর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে আদালত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.