খুলনায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

 

খুলনা ব্যুরো: খুলনায় গতকাল বুধবার নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনা এসকল অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। এ বছরের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘Family Planning is a Human Right’ ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ ভিশন-২০২১, ভিশন-২০৪১ নিয়ে ক্রমাগত এগিয়ে চলছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। এ অগ্রগতির পথে ক্রমবর্ধমান জনসংখ্যা একটি বড় সমস্যা। জনসংখ্যা নিয়ন্ত্রণে চলমান এ অগ্রগতি অব্যহত রাখতে হবে। তা না হলে ক্ষুদ্র ভূখন্ডে এ বৃহৎ জনসংখ্যা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। জনগোষ্ঠীর জন্য খাবার, শিক্ষা, চিকিৎসা, পরিবহন সেবা নিশ্চিত করা আগামীতে আরও কঠিন হবে।

এ সমস্য সমাধানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিভাগসহ সবার সমন্বিত উদ্যোগ দরকার। সমন্বিত উদ্যোগ সফল হলে দেশের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে।

অনুষ্ঠানে জানানো হয় যে, ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী খুলনা জেলার এক বছরের নিচে শিশুর ক্ষেত্রে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ২৫জন, পাঁচ বছরের নিচে শিশুর ক্ষেত্রে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ২৮জন। মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৪৬। তাবে মাতৃমৃত্যুর হার ৭০ এ নামিয়ে আনার জন্য কর্মসূচি অব্যহত আছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো: আব্দুল কাদির, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান এবং খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গুরু প্রসাদ ঘোষ।

আলোচনা সভা শেষে বিভাগীয় ও জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী, সেবাকেন্দ্র, বেসরকারি সংস্থা, ইউনিয়ন ও উপজেলা পরিষদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এর পূর্বে সকালে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি নিউ মার্কেট প্রাঙ্গণ হতে শুরু হয়ে বিভাগীয় জাদুঘরে এসে শেষ হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.