খুলনায় দোকানের তালা ভেঙ্গে ৫লাখ টাকা চুরি

 

খুলনা ব্যুরো: নগরীর খানজাহান আলী রোডস্থ শান্তিধাম মোড়ে আল আজিজ এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে দুর্ধর্ষ কায়দায় ৫লাখ টাকা চুরি হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাজন এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বাজাজ কোম্পানীর ডিস্ট্রিবিউটর মটর পার্টস বিক্রেতা ও বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ ও প্রদান করা হতো আল আজিজ এন্টারপ্রাইজ থেকে।

মঙ্গলবার রাতে যথারীতি দোকান মালিক তার দোকান বন্ধ করে বাসায় চলে যান। সকালে তিনি জানতে পারেন তার দোকানের সাটারের তালা ভেঙ্গে চোরেররা নগদ ৫লাখ টাকা নিয়ে গেছে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, চুরির ঘটনায় দোকান মালিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.