খুলনায় দৃষ্টি নন্দন “সুলতান’স্ টাওয়ার” নির্মান কাজের উদ্বোধন

খুলনা ব্যুরো: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন,’নতুন নতুন দৃষ্টি নন্দন ভবন নির্মাণের মাধ্যমে বন্দর নগরী খুলনার দৃশ্য পাল্টে যাবে।
খুলনাকে সময় উপযোগী ও একটি আধুনিক নগরীত হিসাবে গড়ে তুলতে হলে ব্যবসায়ী শিল্পপতিসহ সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।এ ক্ষেত্রে সিটি কর্পোরেশনের দরজা সকল মানুষের জন্য খোলা থাকবে।’
তিনি আজ সোমবার (০৪ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর কেডিএ বানিজ্যিক এলকার মজিদ স্বরনীতে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মংলা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সুলতান হোসেন খান খানের মালিকানাধীন বহুতল বিশিষ্ট ভবন”সুলতান’স্ টাওয়ার নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃসুলতান হোসেন খানের সভাপতিত্বে ও বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সহ সভাপতি রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসির সাবেক মেয়র ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি কাজি আমিনুল হক,খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আজমল আহমেদ তপন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম ও এস এম হাবিব,খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সিনিয়র সহ সভাপতি শরীফ আতিয়ার রহমান, সোনাডাঙ্গা থানা আওয়ামীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস,সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা,চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ আছাদুর রহমান,মহানগর যুবলীগ আহ্বায়ক শফিকুর রহমান পলাশ,কেসিসির কাউন্সিলর হাফিজুর রহমান মনি,কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আযম,কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার,খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক মাহবুব আলম,সাবেক পরিচালক মহানগর বিএনপি নেতা আজিজুল হাসান দুলু, মংলা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, সহ সভাপতি মোঃ জিল্লুর রহমান,আলহাজ্ব শামসুল আলম,বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার,ঝালকাঠি জেলা কল্যাণ সমিতি সহ সভাপতি প্রকৌশলী লিয়াকত আলী খান,যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খান,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান বাবলু,শিল্পপতি আলহাজ্ব মনির হোসেন,বিশিষ্ট চিকিৎসক প্রফেসর নুরুল হক ফকির,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল তালুকদার, কামাল হোসেন তালুকদার,সাবেক সমাজ কল্যাণ কর্মকর্তা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,সিবিএ নেতা বাচ্চু মিয়া,আওয়ামী লীগ নেতা চ ম মুজিব রহমান,বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েত হোসেন খান,নুরুল ইসলাম প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন খুলনা বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রশিদ আহমেদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.