খুলনায় টিউমারের বদলে হাড় কাটলো চিকিৎসক!

খুলনা ব্যুরো: খুলনার বেসরকারী গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভুল অস্ত্রপচারে পা হারাতে চলেছেন সাতক্ষীরার কা‌লিগঞ্জ থ‌ানার চাম্পাফুল গ্রা‌মের শেখ শামছুর রহমান।

গাজী মেডিকেলের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ মিস্ত্রী রোগীর পায়ের টিউমারের বদলে হাড় কেটে ফেলেছেন

তিনি ওই হাসপাতালের হাড় জোড়া ট্রমা ও পঙ্গু বিশেষজ্ঞ।

বিষয়টি জানাজানি হলে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রোগীর স্বজনদের প্রতিবাদের মুখে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। ভুক্তভোগী কৃষক সামছুর রহমান শঙ্কটাপন্ন অবস্থায় বর্তমানে হাসপাতালের সার্জারী ইউনিটে (পুরুষ-১) ভর্তি রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। জানা যায়, সামছুর রহমান দীর্ঘদিন ধরে বাম পায়ের হাটুতে টিউমার জনিত যন্ত্রনায় ভুগছিলেন।

চলতি মাসের প্রথম দিকে তিনি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. শৈলেন্দ্রনাথ মিস্ত্রীর কাছ থেকে চিকিৎসা নেন। ওই সময় তাকে ৫০ হাজার টাকার বিনিময়ে টিউমার অপারেশনের কথা বলেন শৈলেন্দ্রনাথ। পরে তারা ৩০ হাজার টাকায় রাজি হলে ১৩ নভেম্বর রাতে বাম পায়ের টিউমারে অস্ত্রপচার করা হয়।

কিন্তু অস্ত্রপচারের পর ওই জায়গায় প্রচন্ড যন্ত্রনা হলে ২০ নভেম্বর হাসপাতালে ব্যান্ডেজ খুললে দেখা যায় টিউমারের বদলে হাটুর অন্যপাশের হাড় কেটে ফেলা হয়েছে।

রোগীর স্ত্রী জেসমিন নাহার বিটিসি নিউজকে বলেন, ব্যান্ডেজ কাটলি দেহে পায়ের টিউমার সেইভাবে রইয়ে গেছে। যেখানে টিউমার সেখানে কাটেনি হাটুর অন্য ভালো পাশে কেটেছে।

এখন রোগীর যন্ত্রনায় হাটা চলায় কষ্ট হচ্ছে। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান বিটিসি নিউজকে বলেন, ডা. শৈলেন্দ্রনাথ মিস্ত্রী এখানে প্রাইভেট প্রাকটিস করেন।

অপারেশনে তিনি হাসপাতালের অপারেশন থিয়েটার ব্যবহার করেছেন। বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। দেশে ফিরলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.