খুলনায় ছেলের নির্যাতনে বাবা আহত

 

খুলনা ব্যুরো: নগরীর লবণচরা থানাধীন আজাদ মাস্টার রোডে ষাটোর্ধ বাবা মোঃ আব্দুল জলিল মাতব্বরকে ঘুষি মেরে রাস্তায় ফেলে দিয়ে তাকে টেনে-হিঁচড়ে ঘরের মধ্যে আটকে নির্যাতন করেছে ছেলে গোলাম কিবরিয়া। মারাত্মক আহত অবস্থায় তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জলিল মাতব্বর জানান, গত ২৬ এপ্রিল মাগরিবেরর নামাজ শেষে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় তার ছেলে গোলাম কিবরিয়া পিছন থেকে এসে ঘুষি মেরে ড্রেনের স্লাবের উপর ফেলে দেয়। পরে তাকে টেনে-হিঁচড়ে ঘরের মধ্যে আটকে জমি বিক্রি করে ৫লাখ টাকা দেয়ার জন্য নির্যাতন করতে থাকে। হত্যার উদ্দেশ্যে পাশের ঘরে কিবরিয়া দা আনতে যায়। এ সুযোগে বাবা আ: জলিল পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন- পিবিআই’র এসআই মনিরকে মোবাইলে ফোন করেন। এসআই মনির ও লবণচরা থানার আরো একজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় বাবা আ: জলিল মহানগর ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত “ঘ” অঞ্চলে ছেলে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.