খুলনায় চিংড়ি পোনা জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা
খুলনা ব্যুরো: নগরীর আড়ংঘাটা বাজার থেকে ১লাখ ২০হাজার চিংড়ি রেনু পোনা জব্দ ও ওই পোনা বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস ওয়াহিদ এ আদালত পরিচালনা করেন।
আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, সোমবার ভ্রাম্যমান আদালত আড়ংঘাটা বাজারে অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার পিচ চিংড়ি রেনু পোনা জব্দ করে। এসময় চিংড়ি পোনা অবৈধভাবে বিক্রির অভিযোগ তিন ব্যবসায়ী মোঃ আইয়ুব আলী (৩২), মহিদুল ইসলাম ব্যাপারী (৫০) ও মোশাররফ শেখকে (৩৫) ১৫হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ি রেনু পোনা রূপসা নদীতে অবমুক্ত করা হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.