খুলনায় চার দিন ব্যাপী আবাসন মেলা শুরু 

খুলনা ব্যুরো: আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) থেকে খুলনায় চার দিন ব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২ টায় শহরের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে অবস্থিত পাবলিক হলের (জিয়া হল) বহিঃপ্রাঙ্গণে এ মেলা শুরু হয়।
মেলার উদ্বোধন করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন প্রোপার্টি প্লাস ইভেন্টসের সিইও মহাব্বত খান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, পরিচালক এম এ মতিন পান্না, এস এম ওবায়দুল্লাহ, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. সিরাজুল হক, আওয়ামী লীগের নেতা চৌধুরি মিনহাজুল ইসলাম সজল, বিসমিল্লাহ্ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, বিএসআরএমের খুলনা বিভাগী ম্যানেজার মোঃ সালে ইমন সিটি কংক্রিটের সিইও মোঃ মাসুদুর রহমান, এন শিওর ল্যান্ড মার্ক লিমিটেডের ম্যানেজার মোঃ মহসিন রাসেল ও তানিশা প্রপার্টিজের ম্যানেজার মোঃ আজিজুর রহমান।
প্রোপার্টি প্লাস ইভেন্টস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান খুলনা আবাসন মেলার আয়োজন করেছে। মেলাটি চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।  এই মেলায় অংশগ্রহণ করছে দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান।  মেলার আয়োজক কোম্পানি প্রোপার্টি প্লাস ইভেন্টস।
মেলায় ঢাকা খুলনার ২৫টি আবাসন প্রতিষ্ঠানের ২৫টি স্টল রয়েছে। এছাড়া রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), আর্কিটেক ও ইঞ্জিনিয়ারিং ফার্মের স্টল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.