খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ
খুলনা ব্যুরো: গতকাল রোববার রাতে খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, জাফর ঢালীর স্ত্রী আনোয়ারা বেগম (৫০), একই এলাকার ইউসুফ শেখের ছেলে রিফাত (৮) ও বাবুল শেখের ছেলে জিহাদ (১৮)।
খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বিটিসি নিউজকে জানান, আনোয়ারা রাতে গ্যাসের চুলা ধরাতে গেলে রান্নাঘরে আগুন ধরে যায়। এতে আনোয়ারার শরীরেও আগুন লাগে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয় জিহাদ ও রিফাত। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের ফলে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সারা ঘরে তা ছড়িয়ে পড়ে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.