খুলনায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

 

খুলনা ব্যুরো: নগরীর খালিশপুরের নতুন কলোনীতে শহিদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকাল ১০ টায় তার মৃতদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শহিদুল ইসলাম খালিশপুর নতুন কেলানীর এন/ই ৭২ নং প্লটের মোঃ এমদাদুল হকের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের পরিবার বিটিসি নিউজকে জানায়, শহিদুল ইসলাম ব্রেন স্ট্রোকের রোগী ছিলেন। আর্থিক অনটনে সংসারে তার দেখভাল ঠিকমত হচ্ছিল না। গত শুক্রবার রাতে তার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়। রাত দুটো পর্যন্ত তিনি জেগে ছিলেন। এক পর্যায়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে ভোরের দিকে বাথরুমের আঁড়ার সাথে দড়ি ঝুলিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে নিহতের ছোট ছেলে তানভির ইসলাম বাথরুমে তার পিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এ ব্যাপারে খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বিটিসি নিউজকে জানান, বৃদ্ধ শহিদুল ইসলামের আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.