খুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় ১২ জনের মৃত্যু 

খুলনা ব্যুরো: খুলনায় গত ২৪ ঘন্টায় দুই হাসপাতালে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ছয় জন করোনা পজিটিভ হয়ে রেড জোনে এবং একজন উপসর্গ নিয়ে ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন।
খুমেক হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটির চেয়ারম্যান ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে যাদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন: খুলনার ইদ্রিস আলী (৫৮), বাগেরহাটের মোকসেদুর রহমান (৭৬), আলী আকবর (৫৫), যশোরের নাসিমা (৪৫), আম্বিয়া (৪০) ও মাগুরার বিকাশ কুমার (৫০)।
অপরদিকে, খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৭ জন কোভিড রোগী।
খুলনা জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় মোট ৭৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেলে নমুনা পরীক্ষা হয়েছে ৬১৯ জনের। এর মধ্যে ১৬৫ জনের করোনা শনাক্ত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.