খুলনায় কোটি টাকার অবৈধ মোবাইল জব্দ, ৫ জন গ্রেফতার

খুলনা ব্যুরো:  খুলনার সোনাডাঙ্গা নিউ মার্কেট এলাকায় ৬টি অবৈধ মোবাইল বিক্রয়কেন্দ্রে র‌্যাব-৬ অভিযান চালিয়ে কোটি টাকার মোবাইল জব্দ করেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
এ চক্রটি দেশের বিভিন্ন প্রান্তের সীমানা পার করে  অবৈধভাবে সরকারী কর ফাকি দিয়ে মোবাইল এনে জনসাধারণের কাছে কম মূল্যে বিক্রয় করছিল।  ফলে প্রতিদিন সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হয়ে আসছিলো  ।
গতকাল রবিবার ( ৮ ডিসেম্বার) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন নিউ মার্কেট বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি মোবাইল ফোনের দোকান হতে ১৭৯টি বিভিন্ন ব্রান্ড এর মোবাইল ফোন, ৪টি হেড ফোন এবং ১টি এ্যাপোল ওয়াচসহ ৫জন অবৈধ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত মালামালের মুল্য  প্রায় এক কোটি টাকা। আটককৃতরা  হলো আমিনুল ইসলাম রনি (৩৫),আসলাম (২৫), রাসেল শেখ (২৫),মিরাজ হাসান (২০),রতন বাড়ৈ (২২)।
আসামীদেরকে  সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.