খুলনায় করোনা ভাইরাস সন্দেহে খুমেকে ১ নেপালী ভর্তি  

খুলনা ব্যুরো: করোনা ভাইরাস সন্দেহে খুলনা বিশ্ববিদ্যালয়ের মহাদেব তেওয়ারি নামক এক  ছাত্রকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে । সে নেপালের নাগরিক ও খুলনা বিশ্ব বিদ্যালয়ের এগ্রোকালচার টেকলোজি ডিসিপ্লিন এর ১ম বর্ষের ছাত্র। তাকে আজ সোমবার (৯ মার্চ) ১১.৩০ মিনিটে ভর্তি হলে তাকে করোনা ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়।
গত তিন দিন আগে সে নেপাল থেকে জ্বর ও কাশি নিয়ে দিনাজপুর কাকর ভিটা বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মন্জুর মোর্শেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, যেহেতু সে বাইরের দেশ থেকে এসেছে, জ্বর ও কাশি আছে সে হিসাবে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছে তবে তার স্যামপুল পরিক্ষার জন্য ঢাকা পাঠানো হবে। রিপোর্ট না আসা পযন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.