খুলনায় করোনা পরীক্ষা ফ্রি করার দাবীতে ছাত্র-যুব ইউনিয়নে বিক্ষোভ

খুলনা ব্যুরো: করোনা পরীক্ষা ফ্রি, খুলনায় অবিলম্বে নতুন পর্যাপ্ত শয্যা সম্বলিত করোনা ডেভিকেন্টেড হাসপাতালের কার্যক্রম শুরুসহ বিভিন্ন দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, টিইউসি, ক্ষেতমজুর সমিতি,কৃষক সমিতি। স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দুরত্বে আজ বুধবার (৮ জুলাই) দুপুরে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক এসএ রশীদের সভাপতিত্বে যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর পরিচালনায় অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করেন নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা, উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম-মহাসচিব মনিরুজ্জামান রহিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সমাজকর্মী শাহ্ মোঃ লায়েক উল্লাহ, ক্ষেতমজুর নেতা নিতাই পাল, টিইউসি নেতা রঙ্গলাল মৃধা, সাইদুর রহমান বাবু, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, যুব ইউনিয়ন নেতা প্রভাষক জয়ন্ত মুখার্জী, এ্যাড. খান আজরফ হোসেন মামুন, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, উজ্জ্বল বিশ্বাস, শেখ রবিউল ইসলাম রবি, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, বাবুল শরীফ বাবু, ছাত্র ইউনিয়ন নেতা আজিজুল খান আরমান, সোমনাথ দে ও জয় দাশ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.