খুলনায় করোনায় মৃত্যু ১ শনাক্ত ১১৭

খুলনা ব্যুরো: খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় জেলায় শনাক্তের হার ২২ শতাংশ। আজ শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বিটিসি নিউজকে জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় খুলনার ডুমুরিয়ার মোনতাজ উদ্দীন সানা (৮০) নামে এক রোগির মৃত্যু হয়েছে। তবে নগরীর বাকী চারটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।
এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিলো ২২ দশমিক ৭ শতাংশ।
তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৪২২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৩০ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ১৮ জন, যশোর ৪ জন, ও গোপালগঞ্জ ১ জন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.